দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫ 

দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫ 

রয়েল ভিউ ডেস্ক: দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসানকে সভাপতি করে গঠন করা হয়েছে  তদন্ত এ কমিটি। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার ভোরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫। ওসমানী হাসপাতালে এখনো চিকিৎসাধীন ১৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আহতরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে বলে জানা গেছে। 

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন: সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিলেটের জেলা প্রশাসক  মো: মজিবর রহমান এ কমিটি গঠন করেছেন। 

এডিএম ছাড়াও কমিটির অপর সদস্যরা হলেন-সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনর ও সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, সড়ক ও জনপথ(সওজ)-এর উপ-বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের একজন প্রতিনিধি। বিআরটিএ সিলেট-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। 

আরেকজনের মৃত্যু ॥ বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মায়েদ নুর। বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। 
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জুয়েল চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, হাসপাতালে এখনো ১৩ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তারা পোস্ট অপারেটিভ কেয়ারে আছেন। বাকিরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। 

ট্রাক-পিকআপে যাত্রী পরিবহনের বিরুদ্ধে সচেতনতা চালাচ্ছে ॥ ট্রাক-পিকআপে যাত্রী পরিবহনের বিরুদ্ধে সচেতনতা চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এর অংশ হিসেবে এসএমপি’র একজন উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে ট্রাফিক বিভাগে কর্মরতরা বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এভাবে যাত্রী পরিবহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন। প্রয়োজনে এ বিষয়ে এসএমপি ট্রাফিক বিভাগ অভিযান চালাবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন। এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, এ ধরণের যানবাহনে যাত্রী পরিবহনের বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। 
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) আবুল হোসেন জানান, পুলিশ মামলার আসামী দুই অজ্ঞাত চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। 
গত বুধবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারের কুতুবপুর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর ৩ জন এবং সোমবার চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় হাসপাতালে আরো ১৩ জন চিকিৎসাধীন রয়েছে।  এ ঘটনায় দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় দুই চালককে আসামী করা হয়েছে। 
ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির শোক প্রকাশ: সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি। সভাপতি ডাক্তার উবায়দুল কবীর চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম মিসবাহউদ্দিন চৌধুরী এক বিবৃতিতে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। সেইসঙ্গে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।