দ্বিধাবিভক্তি পরিহার করে ঐক্য সুসংহত রাখুন --- অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন

দ্বিধাবিভক্তি পরিহার করে ঐক্য সুসংহত রাখুন --- অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন

বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, দ্বিধাবিভক্তি পরিহার করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে হবে। হিংসা বিদ্বেষ ও সংকীর্ণতা নয়, পারস্পরিক মহব্বত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নতি একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে উলামায়ে কেরামের আন্তরিক প্রচেষ্টা ও ভূমিকা অব্যাহত রাখা আবশ্যক।

গত বৃহস্পতিবার রাতে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

পরিষদের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. মাওলানা খলীলুর রহমান মাদানী, শায়খুল হাদীস মাওলানা ইসহাক আল মাদানী, পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী ও অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। 
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, ড. ফয়জুল হক, শায়খ আজাদ সোবহানী, মাওলানা মুহাম্মদ অলিউর রহমান সিরাজী, ক্বারি মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাদিক সিকান্দার, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, হাফিজ আব্দুল আহাদ ও হাফিজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি