দিরাইয়ে চার শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান 

দিরাইয়ে চার শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান 

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : হাওরপারের সুবিধাবঞ্চিত ৪ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যস্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ৫০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট এর উদ্যোগে দিরাই পৌর শহরের রোশনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়। চক্ষু চিকিৎসা সেবার আয়োজক জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ড. শোয়াইব আহমদ বলেন, হাওর অঞ্চলের অনেকেই আর্থিক অচ্ছলতার জন্য স্বাস্থ্যসেবার জন্য জেলা শহর বা বিভাগীয় শহরে যান না। এই চক্ষু ক্যাম্পে সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, চশমাসহ ঔষধ বিতরণ করা হয়েছে। প্রতি বছর এই ট্রাস্টের উদ্যোগে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।