দীর্ঘ নীরবতা ভাঙলেন মর্কেল

দীর্ঘ নীরবতা ভাঙলেন মর্কেল

আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ নীরবতা ভেঙে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। বুধবার এক অনুষ্ঠানে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘বর্বর যুদ্ধ’ বলে বর্ণনা করেন।

বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন মর্কেল। তার এ নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। অনেকে মস্কোর প্রতি তার নিজস্ব নীতির সমালোচনায়ও মুখর হয়েছেন।

১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দ্বায়িত্ব পালন করা মর্কেল গত বছরের ডিসেম্বরে দ্বায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অনুষ্ঠানে অংশ নেয়া মর্কেল সাইডলাইন বৈঠকে ইউক্রেন নিয়ে কোনো পরামর্শ দেবেন না বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, ‘এ বর্বর যুদ্ধের অবসান ঘটাতে’ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করেন।

জার্মানির ডিজিবি ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের বিদায়ী সভাপতির জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মর্কেল বলেন, ‘আমার সংহতি ইউক্রেনে যায়।’

সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা মর্কেল একজন সাবলীল রুশ-ভাষী। রাশিয়ান গ্যাস সরাসরি জার্মানিতে পৌঁছে দেয়ার জন্য পরিকল্পিত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যদের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হয়ে আসছেন তিনি।