দুর্নীতির দায়ে সু চিকে আরো ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে সু চিকে আরো ৫ বছরের কারাদণ্ড

রয়েল ভিউ ডেস্ক :
মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে নগদ ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) মিয়ানমারের জান্তা সরকার শাসিত একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের।

সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি দুর্নীতির অভিযোগের মধ্যে এই মামলাটিই ছিল প্রথম। প্রতিটি মামলায় সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর করে।

জানা গেছে, মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে নগদ ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নোবেল বিজয়ী সু চির বিচার কাজ চলছে সম্পূর্ণ বদ্ধ দরজার পিছনে। নাম প্রকাশের অনিচ্ছুক রয়টার্সের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।