দল না পারলোও টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে সাকিব

দল না পারলোও টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে সাকিব
ফাইল ছবি

রয়েল ভিউ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিডনিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের টার্গেটের অর্ধেকও সংগ্রহ করতে পারেনি টাইগাররা। অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলপতি সাকিব আল হাসান। এনরিখ নর্টজের শিকার হয়ে ফেরেন মাত্র ১ রান। তবে বল হাতে শুরুটা বাজে হলেও শেষটা রাঙিয়েছেন সাকিব। দুটি উইকেট তুলে আবারো উঠে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে।

রাইলি রুশো-কুইন্টন ডি কক জুটির কাছে প্রথম ওভারেই ২১ রান দিলেও পরের ২ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। নিয়েছেন দুটো উইকেটও। ফিরিয়েছেন ট্রিস্টান স্টাবস ও ম্যাচের সেঞ্চুরিয়ান রাইলি রুশোকেও।

বিশ্বকাপের আগে আগে ত্রিদেশীয় সিরিজে টিম সাউদির কাছে শীর্ষস্থান হারান সাকিব। তবে বিশ্বকাপে দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে আবারো সেরা উইকেট শিকারীর অবস্থানে চলে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

টিম সাউদির সাথে ১২৫ নিয়ে যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। দেখা যাক বিশ্বকাপ শেষ হতে হতে কোন অবস্থানে থাকেন সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবের ঝুলিতে আরো ২ উইকেট যুক্ত হয়ে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৪টি।