দিল্লিতে পানি চুরির ভয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে পানির পাত্র!

দিল্লিতে পানি চুরির ভয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে পানির পাত্র!

রয়েল ভিউ ডেস্ক:
যমুনা নদী প্রায় শুকিয়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই প্রচণ্ড গরমে পানি সরবরাহের সংকটে পড়েছেন রাজধানীবাসী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও এবিপি লাইভের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর প্রচণ্ড দাবদাহ ও তাপপ্রবাহের কারণে সমস্যা আরও গভীর হয়েছে।

প্রতিবেদনে পানি সংকটের ভয়াবহতা ফুটে উঠেছে। বলা হয়েছে, রতের রাজধানী শহর দিল্লিতে বাড়ির পানির আধার বা পাত্রগুলোকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে, যাতে চুরি না হয়ে যায়।

ক্রমবর্ধমান পানি সংকটের মধ্যে দিল্লিতে এই হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, ট্যাংকার থেকে পানি ভর্তি করার পরে লোকজন তাদের পানির পাত্র বেঁধে রাখছেন।

এদিকে শহরের কিছু অংশে পানি সরবরাহ বিঘ্নিত হওয়ার জন্য সরকারি সতর্কতাও জারি করা হয়েছে। রাজধানীর আবাসস্থল বসন্ত বিহারের কুসুমপুর পাহাড়ি এলাকায় পানি ভর্তি করে ঢিলেঢালাভাবে পানির কলসি বেঁধে রাখতে দেখা গেছে।

যদিও এই এলাকায় পানি বোর্ডের ট্যাংকারগুলোর নিয়মিত সরবরাহ রয়েছে, তবে লোকেরা বলছেন, তারা সবাই বোরওয়েলের ওপর নির্ভরশীল। সংবাদ সংস্থাকে স্থানীয় এক নারী ভানুমতি বলেন, ‘ট্যাংকারগুলোর পানি শেষ হলে আমাদের পাল্লা দিয়ে লড়াই শুরু হয়।’

এদিকে যমুনা নদী প্রায় শুকিয়ে যাবার পাশাপাশি ওয়াজিরাবাদ পুকুরের স্তর এ বছর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দিল্লি পানি বোর্ড (ডিজেবি) শনিবার জানিয়েছে, উত্তর, উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ দিল্লি এবং দিল্লি ক্যান্টনমেন্টের কিছু অংশে পানি সরবরাহ প্রভাবিত হবে। এসব এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিম্নচাপে পানি পাওয়া যাবে।

সরকারি বিবৃতিতে ভারতের পানি বোর্ড বলেছে, ‘বোর্ড পানি সরবরাহকে নিয়মিত করার চেষ্টা করছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিম্নচাপে পানি পাওয়া যাবে। উত্তর দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দিল্লি ক্যান্টনমেন্ট এবং ডিয়ার পার্কের কমান্ড এলাকাসহ দক্ষিণ দিল্লির কিছু অংশ প্রভাবিত থাকবে।’

এবিপির প্রতিবেদন অনুযায়ী, পানিমন্ত্রী হারিয়ানাকে পানি ধরে রাখার জন্য দুষছেন। তবে হারিয়ানার কর্তৃপক্ষ তা অস্বীকার করে দিল্লিকে হিস্যা অনুযায়ী ১০৫০ কিউসেক পানি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন।