‘দেশ ও জাতির ক্রান্তিকালে আমাদেরকে  ন্যায়ের পথের সৈনিক হতে হবে’ 

‘দেশ ও জাতির ক্রান্তিকালে আমাদেরকে  ন্যায়ের পথের সৈনিক হতে হবে’ 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেছেন, জ্ঞানার্জন এমন একটি বিষয়, যা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পূর্ণতা পায় এক অনন্য জীবনাদর্শ। তিনি বলেন, তালামীযে ইসলামিয়া মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে আপনাদের নিয়ে পথ চলতে চায়। দেশ ও জাতির ক্রান্তিকালে আমাদের সবাইকে একেকজন ন্যায়ের পথের সৈনিক হতে হবে। 
বৃহস্পতিবার বাদ জোহর কুলাউড়া মাদার কমপ্লেক্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাউৎগাঁও ইউনিয়ন আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি এস এম সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলী রাব্বি রতন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এম আফজাল হোসেন সাজু, অফিস সম্পাদক ইসমাঈল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা সভাপতি ইমরান আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহেল আলী চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেন রাজু, সাবেক সহ-প্রচার সম্পাদক আব্দুল আজিজ শামিম, সদস্য রায়হান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আল ইসলাহ’র সহ-সভাপতি আব্দুল লতিফ, শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান হাসান, চৌধুরীবাজার আলীম মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ তায়েফ আহমদ, কেফায়েত হোসেন, প্রচার সম্পাদক তাজিম আহমদ, সহ-প্রচার সম্পাদক ইমাদ উদ্দীন, ভবানীপুর ছি পি দাখিল মাদরাসা শাখার সভাপতি সাজেল আহমদ, ২নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান সাহান, সাধারণ সম্পাদক রাহাদ উদ্দীন, তিলাশীজুরা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান প্রমুখ। বিজ্ঞপ্তি