'দেশের জন্য খেলতে কাউকে উৎসাহ দেয়ার দরকার নেই'

'দেশের জন্য খেলতে কাউকে উৎসাহ দেয়ার দরকার নেই'

আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। তবে এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবুও এ টেস্টকে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চোখে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়নশপের অংশ না হওয়ায় এই টেস্টে দলকে কিভাবে উৎসাহ দেবেন? জবাবে হাথুরু বলেন, 'আপনি দেশের হয়ে খেলছেন এখন! দেশের জন্য খেলতে কাউকে উৎসাহ দেয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সে ভুল জায়গায় আছে।'

এই প্রসঙ্গে হাথুরুসিংহে আরো বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে। এর আগেও তো দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন। ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই আমরা বেড়ে উঠেছি।’

অন্যান্য ফরম্যাট যতই জনপ্রিয় হোক না কেন টেস্ট ক্রিকেটই ক্রিকেটারদের আসল স্কিলের পরীক্ষা নেয় দাবি করে হাথুরু বলেন, 'বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় তাতে কিছু যায় আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না, যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত হতে চান।'