সিলেটে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সিলেটের বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সিলেটের বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন

স্টাফ রিপোর্টার : সিলেটে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। পৃথক বিতরণকালে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের হৃদয়বান মানুষ সিলেটের বানভাসি মানুষের পাশে রয়েছেন। তাদের এই মানবিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজেরা অনেক কষ্ট স্বীকার করে এসে সিলেটের মলিন মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন। 

তাহিরপুরে ঢাবি বন্ধু : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের বন্ধুদের উদ্যোগে তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ বড়দল ও তাহিরপুর সদর ইউনিয়নের মোট একশ’ পরিবারের মধ্যেু ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ড. রফিকুল ইসলাম তালুকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উদ্যোগে তাহিরপুরে বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট এম. সি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর ডিজি এম মো. সাইফুল আলম, এমসি কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ বায়োজিদ আলম প্রমুখ।

গাজীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন : গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি শ্রমিক নেতা মুহিউদ্দিনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তর শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলা উত্তর শাখার অন্যতম উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাওলানা নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, গাজীপুর মহানগর সহ-সভাপতি মু.ফারদিন হাসান হাসিব, অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান প্রমূখ।
জগন্নাথপুরে নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশন : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে এসএসসি ৯৫ ব্যাচের সংগঠন  নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ৯৫ ব্যাচের সদস্যরা উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ও পৌর এলাকার একাংশের ছয় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। 
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক  দৈনিক আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, আশরাফুল ইসলাম টুকু, জাকির হোসেন, নূরুন্নবী সিদ্দিকী নবী, মোশারফ হোসেন রনি, রাশেদুল ইসলাম রাসেল, নিয়াজুল ইসলাম, আরিফুল হক সুমন, জগন্নাথপুর ৯৫ ব্যাচের সাংবাদিক অমিত দেব, আলী আহমদ, অরূপ সরকার, বকুল গোপ  প্রমুখ। 
সিলেট মহানগর যুবলীগ : সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের ১০নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া ঘাসিটুলা এলাকায় আয়োজিত এ কার্যক্রমে দুই শতাধিক মানুষ উপকৃত হন। 
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, রাকিব আহমদ, ডা. আব্দুর রহমান, ডা. রিজভী আহমদ, আজাদ উদ্দিন, আফজল হোসেন, সাকারিয়া হোসেন সাকির, রুামিন, এডভোকেট আবুল কাশেম, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, সুহেল, সাদিকুর রহমান সোহাগ, তারেক আহমদ, আহমদ, মনির আহমদ প্রমুখ। 
প্রয়াত এমপি কয়েস চৌধুরী পরিবার : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ  উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গতকাল শুক্রবার ৮ম দিনের মতো রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 
রান্না করা খাবার বিতরণকালে উপস্থিত  ছিলেন, প্রয়াত কয়েস চৌধুরী এমপি’র বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মির শাখাওয়াত হোসেন তরু, মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুজ্জামান ছুটু, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক শায়েস্তা, শেখ জিল্লুর রহমান লিটন, ইকবাল হোসেন প্রমুখ।
এদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাগিনা যুক্তরাষ্ট্র প্রবাসী  কমিউনিটি নেতা জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী, সিয়াম উস সামাদ চৌধুরীর অর্থায়নে ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ বিভিন্নস্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র : পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেটসহ বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার জগন্নাথপুর ব্রাঞ্চের উদ্যোগে ৬ শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।
কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ম্যানেজার শামীম মিয়া, জগন্নাথপুর ৬নং ওয়ার্ড কমিশনার কৃষ্ণ চন্দ্র, পদক্ষেপের ছাতক ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ দাস প্রমুখ। 
এদিকে, পদক্ষেপের সিলেট সদর ব্রাঞ্চ এর উদ্যোগে টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ৬ শতাধিক, ছাতক ব্রাঞ্চ এর উদ্যোগে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ প্রাঙ্গণে দরিদ্র ৬ শতাধিক, নেত্রকোণা ব্রাঞ্চে ৩ শতাধিক, কুড়িগ্রাম রউমারী ব্রাঞ্চে ৩ শতাধিক, শাল্লা ব্রাঞ্চে ৫ শতাধিক, অষ্টগ্রাম ব্রাঞ্চে ৩৫০ শতাধিক, মিঠামইন ব্রাঞ্চে ৩৫০ শতাধিক, আজমিরীগঞ্জ ব্রাঞ্চে ২ শতাধিক বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট বিবেক : সিলেট বিবেক এর পক্ষ থেকে ২য় পর্যায়ের ত্রাণ বিতরণ গতকাল শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর সেনের বাজারে সম্পন্ন হয়েছে। 
সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের নেতৃত্বে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, ৪নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া। উপস্থিত ছিলেন, সিলেট বিবেকের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য স্বপন পাল চৌধুরী, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত বরণ হালদার ও শুভানুধ্যায়ী সদস্য রমাকান্ত গুপ্ত রূপু। পালপাড়ার পক্ষে উপস্থিত ছিলেন, সুদীপ পাল, রঞ্জু পাল, রেবতী পাল, পিন্টু পাল, পল্টু পাল প্রমুখ। 
তাদের সহযোগিতায় ছালেপুর, পশ্চিমপাড়া, দিনপুর, পাঠানচক, কালীপুতা, কোনাপাড়া, বন্যার্ত গ্রামবাসীর মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
অফিসার্স ক্লাব : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুর উপজেলা সদরের গোবিন্দপুর, টুকেরগাঁও, উজান জামালগড় ও টাকাটুকিয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫শ’ টাকা করে দেয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাছান উদ দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শুকুর আলী, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ। 
সিলেটে যুব মৈত্রী : সিলেট জেলা বাংলাদেশ যুব মৈত্রী’র উদ্যোগে বিশ্বনাথ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণের পাশপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।  এতে উপস্থিত থেকে নির্দেশনা প্রদান করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী ও আব্দুল্লাহ খোকন। 
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাংলাদেশ যুবমৈত্রী’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সহ সভাপতি রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রীর সভাপতি আব্দুশ শহীদ, বিশ্বনাথ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেলাল আহমদ নাহিদ, জেলা যুব মৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ডা. জাহাঙ্গীর আলম দুলাল, জেলা কমিটির সদস্য মানিক মিয়া, শাহীন আলী, উপজেলা যুব মৈত্রী নেতা কবির মিয়া, ফজির আলী, ময়না মিয়া, জমির আলী, শামসুল হক, আমির হোসেন মনাই, তুরণ মিয়া, আনাম মিয়া, আফতাব মিয়া, ফুল মালা, রাজনা বেগম প্রমুখ। 
জামেয়া মোহাম্মদিয়া : জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা জহুরুল হকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর শাবিপ্রবি’র পশ্চিমে ৩৭নম্বর ওয়ার্ডের বৃহত্তর টিলারগাঁও ডলিয়া আখালিয়াস্থ জামেয়া মোহাম্মদিয়ার উদ্যোগে গতকাল শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বৃহত্তর টিলারগাঁও ডলিয়া পয়েন্টে শুকনো খাবার বিতরণ করা হয়।
জামেয়া মোহাম্মদিয়ার মজলিসে শূরা সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে এবং জামেয়ার প্রিন্সিপাল শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন। 
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজান আহমেদ, সদস্য জুনেদ আহমদ, নুর আহমদ, লোকমান আহমদ, ছাত্রলীগের রুম্মান আহমদ, জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল এম এ আলী জালালাবাদী, ডলিয়ার বিশিষ্ট মুরুব্বী দলাই মিয়া, ওয়াব আলী, মহব্বত আলী, ফজল মিয়া, টিলারগাঁও জামেয়ার নির্বাহী কমিটির সভাপতি হাজী মফিজ আলী, আব্দুর রহমান আব্দুল, মাওলানা সালেহ আহমদ, আফরোজ আলি, আব্দুর রহমান নোমানী, হাফিজ খালেদ আহমদ, তোফাজ্জুল হক প্রমুখ। 
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স : ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমানের নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এফসিএ) আব্দুল হকের তত্ত্বাবধানে সিলেট শাখার উদ্যোগে ৪র্থ বারের মতো কোম্পানীগঞ্জের ৪ শতাধিক বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রাম ও মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট শাখার প্রধান তরুণ কান্তি পাল গত বৃহস্পতিবার এগুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আজির হাসিব, ইষ্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আমিন, ডেপুটি ম্যানেজার জালাল উদ্দিন আহমদ চৌধুরী, অফিস সহায়ক মোঃ আক্কাস আলী, স্থানীয় ব্যবসায়ী মাওলানা ফজল উদ্দিন, তাজ উদ্দিন প্রমুখ। 
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহঃ) ট্রাস্ট : সিলেটের বিয়ানীবাজার উপজেলার বানভাসি অসহায় মানুষের মধ্যে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহঃ) ট্রাস্টের উদ্যোগে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গত ২৬ জুন উপজেলার দুবাগ ইউনিয়নের পাঁচটি বন্যা আশ্রয় কেন্দ্রে দিনব্যাপী এই রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আব্দুল জলিল চৌধুরীর তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিএনসিসি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি)’র রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বিজিডিএম পিএসসি আর্টিলারি এবং রেজিমেন্ট এডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদারের নেতৃত্বে এবং ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ডা. তোফায়েল আহমেদ ও লে. মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সুনামগঞ্জের পর সিলেট জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন মানুষের পাশে বিএনসিসি ত্রাণ ও সহয়তা নিয়ে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নে বন্যার্তদের এই সহায়তা দেয়া হয়। পরবর্তীতে নগরীর মদন মোহন কলেজে ক্ষতিগ্রস্থ বিএনসিসি ক্যাডেটদের সাহায্য ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় রেজিমেন্ট কমান্ডার বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। তালিকা করে ঘর-বাড়ি মেরামতের জন্য সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করব। এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল আতাউর রহমান পীর, লে. কর্নেল সাইফুল কবির, ডা. ক্যাপ্টেন আশরাফুল কবির, লে. জেবা আমাতুল হান্না, পিইউও ইফতেখার আলম, পিইউও জুলফজলে, পিইউও আব্দুল বাকের, পিইউও অসিম কুমার, টিইউও মতিন, টিইউও মজির উদ্দিন, টিইউও সওকত, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার বিভাষ, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সারোয়া, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার শামীম, বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার জাকির, ক্যাডেট আন্ডার অফিসার নাজমাসহ বিএনসিসি স্টাফ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেটবৃন্দ।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি : বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে সিলেটে বন্যাদুর্গত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সিলেটের টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চবিদ্যালয় হল রুমে এ অর্থ বিতরণ করা হয়।
সিলেট মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আব্দুল লতিফ আতাহারী ও মো. হেলাল উদ্দিন, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস শুকুর।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া ও দপ্তর সম্পাদক এহসান আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোরাসানী।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক শাহাবাজ মিয়া, জয়নাল আহমদ, সোহেল আহমদ, সংকর চন্দ্র পাল।
মহানগর ছাত্র জমিয়ত : ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী হাফিজ মাওলানা  সাদিক আহমদের অর্থায়নে ও নগর ছাত্র জমিয়তের ব্যবস্থাপনায় দিনব্যাপী ত্রাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা সিলেট শহরতলীর ধনুকান্দি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের তত্ত্বাবধানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা আবদুল গফ্ফার ছয়ঘরী, যুব জমিয়ত সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক একরাম আহমদ মুহসিন, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সহ-সভাপতি আবুল খয়ের, সাবেক সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম খালেদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, পাঠাগার সম্পাদক জামিল আহমদ, সমাজসেবা সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহপরান থানা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা : প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত উপহার সামগ্রী বানভাসি মানুষের মধ্যে বিতরণ করেছে জেলা মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও জনসাধারণকে দেখতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভা পরবর্তী একই স্থানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহানগরের নেতৃবৃন্দদের হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত উপহার সামগ্রী জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়। মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মির সভাপতিত্বে এবং মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরানের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আছমা বেগম, নারগিছ সুলতানা রুমি, সাবিনা সুলতানা, সালমা বেগম, ফাতেমা জান্নাত, হাসনা হেনা চৌধুরী, স্বপ্না বেগম, জোহরা আক্তার খানম, রোকসানা পারভিন, খয়রুননেছা সেলী প্রমুখ।
আরমান ফুটবল একাডেমি : আরমান ফুটবল একাডেমির পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডের বারখলা এলাকায় শতাধিক বানবাসী মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। 
বিশিষ্ট সংগঠক মফিক মিয়ার পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির সভাপতি আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহ-সভাপতি আজাদুর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু। 
উপস্থিত ছিলেন মোমিনখলা গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুর রহমান, আবুল কালাম আজাদ নজীর, আরমান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও এএফসি’র লাইসেন্সপ্রাপ্ত কোচ কামরুল হাসান, চার গ্রাম সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিরাজ, সমাজ সেবক আরিফ আহমদ, মহরম আহমদ, ছাদেক আহমদ, রফিক আহমদ, মসির আহমদ, আলমগীর হোসেন রুমন, খলিল আহমদ, আবুল হোসেন, রাহাত আহমদ রোমান আহমদ, আব্দুল আলী, রুবেল আহমদ, কাদির আহমদ, তানিম আহমদ, ছালেখ আহমদ, জুয়েল আহমদ, সায়েফ আহমদ, আকলম আলম মাহফুজ, রাফছান আহমদ প্রমুখ।