দেশের ৩৩ বিশ্ববিদ্যালয় কানাডায় আবেদনের যোগ্যতা হারিয়েছে

দেশের ৩৩ বিশ্ববিদ্যালয় কানাডায় আবেদনের যোগ্যতা হারিয়েছে

রয়েল ভিউ ডেস্ক :
দেশের তরুণদের উচ্চশিক্ষার জন্য পছন্দের তালিকায় অন্যতম কানাডা। দেশটির ডিগ্রি প্রথম সারির দেশগুলোর মতোই। তাই দেশটিতে যেতে আগ্রহী দেখা যায় তরুণদের। সেই সাথে অনেক দেশের চেয়ে টিউশন ফি এবং থাকার খরচও কম। কিন্তু সম্প্রতি বাংলাদেশি তরুণ যা উচ্চশিক্ষার জন্য যাবেন তাদের জন্য দেখা দিয়েছে বিপত্তি। দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীরা কানাডার জন্য মূল্যায়নের যোগ্যতা হারিয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভালুয়েশন সার্ভিস (আইসিইএস)- এর ওয়েবসাইটে যে বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেটধারীরা যোগ্যতা হারিয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আইসিইএস সব দেশ থেকে প্রশংসাপত্র মূল্যায়ন করে থাকে। যদিও কিছু দেশে নির্দিষ্ট কিছু আলাদা চাহিদা থাকে। তালিকায় থাকা কিছু প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোর্সের জন্য মূল্যায়ন দিতে অক্ষম।

তবে এর অর্থ এই না যে, সব স্তরের শিক্ষার মূল্যায়ন প্রয়োজন। আবেদনকারীদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কোনটি এবং কতটি প্রমাণপত্র মূল্যায়ন করতে হবে। কোনো দেশ নির্দিষ্ট প্রয়োজনীয়তা বা বিধিনিষেধ দেখতে দেশভিত্তিক তালিকা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আপনার দেশ যদি এ তালিকায় না থাকে, তার মানে এই না যে, আপনার দেশের মূল্যায়ন আমরা করিনি। যদি আপনার দেশ এই তালিকায় না থাকে, তবে নিয়মিত প্রয়োজনীয়তাগুলো অনুসরণ করুন। যেগুলো সাধারণ আবেদনকারীর প্রয়োজনীয়তা বা ইসিএ আবেদনকারীর প্রয়োজনীয়তার (অভিবাসনের জন্য) অধীনে তালিকাভুক্ত। এ তালিকাতেই দেখা গেছে, বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন না কানাডায়।