দোয়ারাবাজারে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা ২ জন আটক

দোয়ারাবাজারে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা ২ জন আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারবাজারে পল্লীতে গরু ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে সশস্ত্র হামলা ও আহতের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হলো- কাশেম ভূঁইয়া ও তার ছেলে কাউছার ভূঁইয়া। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামীরা পালাতক রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কুলাউড়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির সীমানা দেয়ালের পাশ ঘিরেই রয়েছে কাশেম ভূঁইয়ার ফসলি জমি। ঐ সুবাদে প্রায়ই দেয়াল ঘেষে মাটি কেটে গর্ত খুঁড়ে কাটেন কাশেম ভূঁইয়া। এতে দেয়াল ভেঙ্গে যায় এবং কিছু অংশ হেলে পড়ে। মাটি কাটতে বাধা দেয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গত শুক্রবার সকালে কাশেম ভূঁইয়াসহ ৮-১০জন মিলে আনোয়ারের বাড়ির গেট ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির লোকজনের উপর অর্তকিত হামলা চালায়। এতে ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৫), স্ত্রী রুনা বেগম (২৩) ও তার মা রোকেয়া বেগম (৫৫) আহত হন। বর্তমানে আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
আহত আনোয়ার হোসেন বলেন, ‘আমি মধ্য কলাউড়া থেকে এসে এখানে নতুন বাড়ি করেছি। আশেপাশে আমার কোনো আত্মীয়-স্বজন নেই। এজন্য কাশেম ভূঁইয়া ও তার লোকজন আমাকে এখান থেকে হটাতেই বিভিন্নভাবে অত্যাচার করে। এমনকি এখান থেকে না গেলে তারা প্রাণে মেরে লাশ গুম করার হুমকিও দিয়েছে।’

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আনোয়ার হোসেন থানায় অভিযোগ করেছেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছি। অপর আসামীদের ধরতে অভিযান চলছে।