দোয়ারাবাজারে লোকালয়  থেকে পানি কমছে

দোয়ারাবাজারে লোকালয়  থেকে পানি কমছে


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারে সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে উজানের পানি না আসায় লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। তবে ভাটিতে পানির টান না থাকায় কমেনি হাওর খালবিল ও ফসলি মাঠের পানি। এতে বিনষ্ট হয়েছে শত শত হেক্টর আমনের বীজতলা। ফলে আমনসহ আগামী অগ্রহায়ণ মৌসুমি ফসলের আশানুরূপ উৎপাদন নিয়ে শঙ্কিত রয়েছেন কৃষকরা।

এদিকে, গো-খাদ্য সংকটসহ নিত্যপণ্যের আকাশচুম্বি দ্রব্যমূল্যে দিশেহারা হয়ে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। কৃষকরা পুরনো কৃষিঋণ মওকুফ করে বিনাসুদে নতুন ঋণ ও ভর্তূকি প্রদান, বিনামূল্যে সার ও বীজসহ সরকারি বিভিন্ন অনুদান প্রদানের জোর দাবি জানান।