ধনীদের সম্পদে গরিবের  অধিকার রয়েছে ----আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

ধনীদের সম্পদে গরিবের  অধিকার রয়েছে ----আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি গরিব-অসহায়দের সাহায্যে সমাজের বিত্তবান-প্রবাসীদের সাহায্যের হাত আরো বেশি করে প্রসারিত করতে হবে। মাহে রমজানে ওই মানুষগুলো যাতে কোনভাবেই কষ্টের মধ্যে না থাকে, সেদিকে লক্ষ্য রাখা আমাদের সকলের অন্যতম প্রধান একটি কাজ। কারণ, ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, আর তাদেরকে তাদের নিজের প্রাপ্য অধিকার দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত চক্র শুধু গরিবের প্রাপ্য অধিকার আত্মসাৎ করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ আর কলা গাছ থেকে বটগাছ হতে পারে। তারা মানুষের কল্যাণে কোন কাজ করতে পারে না। 

রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদের আমৃত্যু সভাপতি মরহুম আতাউর রহমান চৌধুরী’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এলাকার ২ শতাধিক অসহায়-গরিব-বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আরো ৮ শতাধিক অসহায়-গরিব-বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ, আলু, লবণ, ছোলা।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম ইসাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান চৌধুরী শিপু।-বিজ্ঞপ্তি