ধর্মপাশায় এলজিইডির গ্রামীণ জনপথ উন্নয়নের কাজ এগিয়ে চলছে

ধর্মপাশায় এলজিইডির গ্রামীণ জনপথ  উন্নয়নের কাজ এগিয়ে চলছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের ধর্মপাশায় চলতি অর্থ বছরে স্থানীয় সরকার এলজিইডির অর্থায়ানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অবহেলিত গ্রামীণ রাস্তাঘাট পাকা করণের কাজ অব্যাহত রয়েছে।  
তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চলতি ২০২২-২৩ অর্থ বছরে স্থানীয় সরকার এলজিইডির অর্থায়নে গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ হয়েছে। যেসব সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়াই সম্ভব ছিল না, এসব রাস্তা এখন পাকা হয়েছে। 

স্থানীয় সরকার এলজিইডির হিসেব মতে, চলতি অর্থ বছরে উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক উন্নয়নে ২০ কিলোমিটার পাকা করণের কাজ শেষ হয়েছে। ৭ কি.মি. সড়ক মেরামত কাজ শেষ হয়েছে, ১০ কি.মি. সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে, ৯৮মিটার ব্রীজ ও কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়েছে, ৭২০ মিটার নির্মাণ কাজ চলমান রয়েছে, ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু’তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে ও  ১৫টি বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে।

৩২৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদর থানা থেকে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার ঘাট পর্যন্ত ১১ কিলোমিটার উড়াল সেতু প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ২৩-২৪ অর্থ বছরে টেন্ডার হবে বলে এলজিইডি সূত্রে  জানা গেছে।