ধর্মপাশায় ও মধ্যনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

ধর্মপাশায় ও মধ্যনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন ধান ক্রয় কমিটির সভাপতি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, কৃষক প্রতিনিধি আজহারুল ইসলাম পি.কে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মধ্যনগর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন ভৌমিক প্রমুখ। 

সরকার চলতি বোরো মৌসুমে ধর্মপাশা খাদ্য গুদামে ১ হাজার মেট্রিক টন ও মধ্যনগরে ১ হাজার ৩৮৭ মেঃ টন ধান সংগ্রহ করবে। দুই উপজেলায় ২ হাজার ৩৮৭ মেট্রিক টন ধান ক্রয় করবে খাদ্য গুদাম। সরকারি নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩০ টাকা হিসেবে প্রতি মণ ধান ১২০০ টাকা। কৃষকদের কাছে সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন।  একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে দেওয়ার নির্দেশনা রয়েছে। উদ্বোধনের পর পরই ৩ জন কৃষক ৯ মেট্রিক টন ধান গুদামে দিয়েছেন।