নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী  ওয়েলফেয়ার অর্গানাইজেশনের  নতুন কমিটি গঠন

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আবদুস শহীদকে সভাপতি এবং শেখ জামাল হুসেনকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে সংগঠনের ৪ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
গত সোমবার ব্রঙ্কসের খলিল পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় নির্বাচন কমিশন নতুন কমিটির নাম  ঘোষণা করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক এ্যাডভোকেট মো.নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সদস্য মেহের চৌধুরীসহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি এডভোকেট মো. নাসির উদ্দিন, রফিকুল ইসলাম এবং বি  মেহের চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল  রেজা স্বপন, ডাইরেক্টর অব ফাইনান্স-১ নূর ইসলাম, ডাইরেক্টর অব ফাইনান্স-২ মো. শরিফ হোসেন, ডাইরেক্টর অব অর্গানাজিং-১ শাহীন কামালী, ডাইরেক্টর অব অর্গানাজিং -২ মো. সাদেকুর রহমান, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার রবিউল ইসলাম,  ডাইরেক্টর অব কালচার জুয়েল আহমেদ, ডাইরেক্টর অব উইম্যান অ্যাফেয়ার্স তাসলিমা পাটোয়ারী, ডাইরেক্টর অব অফিস ম্যানেজমেন্ট আবুল কালাম আজাদ টিপু, ডাইরেক্টর অব এডুকেশান মোহাম্মদ ইসলাম বাবু, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, এক্সিকিউটিভ মেম্বার  জয়নাল চৌধুরী লায়েক, রুপচান মিয়া এবং শেখ আক্তার হোসেন।
নবনির্বাচিত সভাপতি আবদুস শহীদ নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা এবং নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও  দোয়া কামনা করেন।
সভায় নিউইয়র্কের ব্রঙ্কসে গত ২৭ জুন বাংলাদেশী জ্যোতি মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা, হামলাকারীদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান হয়। সভা থেকে যে কোন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনেরও প্রতি জোর দাবি জানান।-বিজ্ঞপ্তি