নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

রয়েল ভিউ ডেস্ক : ২৪৫ রানের সম্বল। এ নিয়ে হয়ত লড়াইয়ের আশা করা যায় শুধু। তবে শেষ পর্যন্ত সেটিও করতে পারেনি বাংলাদেশ।  শুরুতে পেসাররা দারুণ করেছিলেন। তবে সেই আশা মিইয়ে দেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা কেন উইলিয়ামসন আর মারকুটে ড্যারেল মিচেল। নিউজিল্যান্ড ৮ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হেসেখেলে হারালো সাকিব আল হাসানের দলকে। এটি কিউইদের টানা তৃতীয় জয়। এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় হারের মুখ দেখলো বাংলাদেশ। গতকাল শুক্রবার চেন্নাইয়ে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তারপরও স্কোরবোর্ডে ২৪৫ উঠেছিল মুশফিকুর রহিম-সাকিব আল হাসান আর মাহমুদ উল্লাহ রিয়াদের তিনটি ইনিংসে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছেন মুশফিক। সাকিবের ব্যাট থেকে এসেছে ৪০ রান। এই দুজনের ৯৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু দ্রুতই তাঁদের ফেরার পর আবার বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এখান  থেকে শেষ দিকে মাহমুদ উল্লাহর ৪১ রানের অপরাজিত ইনিংস সম্মানজনক স্কোরে নিয়ে যায়। যদিও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বাংলাদেশের ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১২ রানে রাচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর কনওয়ের সঙ্গে উইলিয়ামসনের জুটি ৭০ রানের। কনওয়েকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। কিন্তু উইলিয়ামসনের সঙ্গে ডেরিল মিচেলের ১০৮ রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রিটায়ার্ড হার্ট হয়ে উইলিয়ামসন মাঠ ছাড়ে যান। যাওয়ার আগে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৭৮ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ডেরিল মিচেল অপরাজিত ছিলেন ৮৯ রানে। মিচেলের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন গ্লেন ফিলিপস। ১১ বলে ১৬ রান করেছেন তিনি।