নওগাঁয় ৩ ককটেল বিস্ফোরণ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৩ ককটেল বিস্ফোরণ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রয়েল ভিউ ডেস্ক:
নওগাঁর মহাদেবপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ছয় নেতাসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলায় মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বুলবুল সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার এজহারভুক্ত আসামি এরশাদ আলীকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার এরশাদ আলীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার এজাহার ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, বুলবুল সিনেমা হলের সামনে সোমবার রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা দলীয় আলোচনা করছিলেন। এদের মধ্যে মহাদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, স্থানীয় এমপির ছেলে ও উপজেলা যুব লীগের সদস্য সাকলাইন আহমেদ রকি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলীসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। 

এ ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে দায়ী করে রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। রাতেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য চঞ্চল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি এফআই সবুজের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। 

মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদের দাবি, বিএনপি-জামায়াত চক্র ত্রাশ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এ ধরনের ঘটনা ঘটিয়ে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আওয়ামী লীগের কর্মীরা দেশের মানুষকে রক্ষায় বিএনপির এ ধরনের অপতৎপরতার উচিত জবাব দেবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম (বুলেট) বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে ও ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে যাতে বিএনপি নেতাকর্মীরা অংশ নিতে না পারে, সেই উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা সাজিয়েছে। বিএনপির নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধাগ্রস্ত করতে তাঁরা আরও নতুন নতুন চক্রান্ত করতে পারে।