‘নাগরি’কে অন্যতম ভাষার  স্বীকৃতির দাবিতে জাতিসংঘে  সিলটি পাঞ্চায়িত’র চিঠি 

‘নাগরি’কে অন্যতম ভাষার  স্বীকৃতির দাবিতে জাতিসংঘে  সিলটি পাঞ্চায়িত’র চিঠি 

সিলটি ভাষা ও সিলটি ‘নাগরি’ কে অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডনস্থ কার্যালয়ে একটি আবেদনপত্র দাখিল করেছেন। অনুরূপ আবেদনপত্র তিনি জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে প্রেরণ করেছেন।

গত বুধবার গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আবেদন পত্রের বিষয়ে উল্লেখ করেন। আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরো বেশী মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হল সিলটি নাগরি লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে। সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বিজ্ঞপ্তি