নগরীতে করোনা প্রতিরোধী  টিকা নিলেন ৩৪২২ জন

নগরীতে করোনা প্রতিরোধী  টিকা নিলেন ৩৪২২ জন

স্টাফ রিপোর্টার : নগরীতে করোনা প্রতিরোধী টিকা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ৩ হাজার ৪২২ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬৩৮ জন এবং মহিলা ১ হাজার ৭৮৪ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও সিটি কর্পোরেশনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে এই টিকা দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, গতকাল বুধবার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে কোভিড-১৯ টিকা মডার্নার ২য় ডোজ প্রদান বন্ধ থাকলেও নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে মডার্নার ২য় ডোজ প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, গতকাল বুধবার মডার্নার ২য় ডোজ গ্রহণ করেছেন ২২১ জন। তাদের মধ্যে পুরুষ ১৩৮ জন এবং মহিলা ৮৩ জন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সিসিক থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্সে বুধবার থেকে মডার্নার ২য় ডোজ প্রদান বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। তবে কেউ যদি ২য় ডোজ না নিয়ে থাকেন, যথাযথ প্রমাণসহ নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্র বা হেল্পডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।