নগরীতে জেলা প্রশাসনের অভিযান: রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীতে জেলা প্রশাসনের অভিযান: রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : সিলেটে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বাজার, দোকানপাট, শপিংমল বন্ধ রাখা ও সকল ধরনের আলোকসজ্জা পরিহারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রশাসন। গত রোববার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম সিলেটের ডাককে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, মহানগরীতে প্রতিদিন সন্ধ্যায় একটি টিম তদারকিমূলক অভিযানে নামে। এছাড়া উপজেলা পর্যায়েও এমন অভিযান প্রতিদিন পরিচালিত হয়। সরকারী আদেশ অমান্য করে দোকানপাট, শপিংমল ও বিয়ে বাড়িতে বিশাল আলোকসজ্জা করা হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।