নগরীতে হকার ও রাস্তায় অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবি 

নগরীতে হকার ও রাস্তায় অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবি 

সিলেট কল্যাণ সংস্থা ও অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং  সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে গত ২৭ মে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীর প্রায় প্রত্যেকটি ছোট বড় গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাত দীর্ঘদিন থেকেই হকাররা দখল করে ব্যবসা করছে। পাশাপাশি বিভিন্ন রাস্তায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। যার ফলে পুরো নগরী একপ্রকার অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে। বক্তারা নগরীর ফুটপাতের হকার ও রাস্তার অবৈধ পার্কিং দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক দিপক কুমার মোদক বিলু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সংস্থার সাধারণ সদস্য মোঃ নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি