নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট সংস্কারে  নতুন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি 

নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট সংস্কারে  নতুন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি 

স্টাফ রিপোর্টার ॥ বর্ষা-অতিবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত সিলেট-নগরীর রাস্তা সংস্কারে নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। 
গতকাল শনিবার নগরীতে ভারত সরকারের অর্থায়নে নির্মিত তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্যের জবাবে মন্ত্রী এ আশ্বাস দেন। 
অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিতে সিলেট নগরীর অনেক রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে। এগুলো সংস্কার করতে না পারায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তিনি এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে বসে একটি প্রকল্প গ্রহণের পরামর্শ দেন মেয়র আরিফুল হক চৌধুরীকে। এ ব্যাপারে তার পক্ষ থেকে সম্ভব সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। নগরীর বর্ধিত অংশের উন্নয়নে আলাদা আরেকটি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রেও সহায়তার আশ্বাস দেন এলজিআরডি মন্ত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেশে সমতাভিত্তিক উন্নয়ন করতে চাই। কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়। সিলেট শহর মন্ত্রীকে আকর্ষণ করে জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকেও বলেছি, সিলেটের মেয়র অন্য দলের হলেও তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান।’  তিনি বলেন, আমরা বিনিয়োগ উৎপাদনমুখী করতে চাই। এরই মধ্যে সিলেটে ওয়াসা স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো।