নগরীর বন্যাকবলিত ওয়ার্ড পরিদর্শনে  অধ্যাপক জাকির হোসেন

নগরীর বন্যাকবলিত ওয়ার্ড পরিদর্শনে  অধ্যাপক জাকির হোসেন

রয়েল ভিউ ডেস্ক:

আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। গতকাল মঙ্গলবার রাত ৯টারদিকে তিনি ১৩ নম্বর ওয়ার্ডের তোপখানায় বন্যাকবলিত এলাকার বাসাবাড়িতে গিয়ে পানিবন্দি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খুঁজ-খবর নেন । তিনি তোপখানা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মন ও মানস স্যারের বাসায় গিয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। এসময় স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধির কারণে এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য পানি বাসাবাড়িতে আটকে আছে। তারা খুব দ্রুত পানিবন্দি হতে মুক্ত হতে চান। অধ্যাপক জাকির হোসেন তাদেরকে সবধরনের সহযোগিতা আশ্বাস দেন এবং যে কোনো সমস্যায় যোগাযোগ করার অনুরোধ জানান।

তিনি বলেন, মহানগর আওয়ামী লীগ তাদের পাশে  আছে।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সব ধরনের সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি মহোদয়ের মাধ্যমে নগরবাসী পাবে। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।