নগরীর হযরত মানিকপীর(র.) টিলায় চিরনিদ্রায় শায়িত এড. লুৎফুর রহমান

নগরীর হযরত মানিকপীর(র.) টিলায় চিরনিদ্রায় শায়িত এড. লুৎফুর রহমান

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট নগরীর হযরত মানিকপীর(র.) টিলায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। শুক্রবার বেলা আড়াইটায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজাশেষে মানিকপীর(র.) টিলায় তাকে দাফন করা হয়। 

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মরহুমের বড়পুত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: স্বপন।  জানাজায় ইমামতি করেন দরগাহ মাদ্রাসার মুহতমীম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। 

জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের লোকজন অংশ নেন। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ১০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এডভোকেট লুৎফুর রহমানের মৃত্য হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। এর আগে শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বুধবার রাতে সংকটাপন্ন অবস্থায় তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের জামাতা ও সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা আহমদ কবির রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে তার শ্বশুর করোনায় আক্রান্ত হলেও সম্প্রতি তার রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার হার্ট অ্যাটাকের পর তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বৃহস্পতিবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার প্রস্তুতিও ছিল তাদের। কিন্তু, শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তাকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এডভোকেট লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে। তিনি গণপরিষদের সাবেক সদস্য ছিলেন।