নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নকল ঔষধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে  --------ময়নুল হক চৌধুরী 

নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নকল ঔষধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে  --------ময়নুল হক চৌধুরী 

এসএমসি’র র‌্যাফেল ড্র অনুষ্ঠান

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেটের সভাপতি ময়নুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন নামীদামী কোম্পানির ঔষধও নকল হয়ে যাচ্ছে। একটি অসাধু চক্র এই নকল ঔষধ বাজারে ছেড়ে দিচ্ছে। এর ফলে রোগীরা প্রতারিত হচ্ছেন। নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নকল ঔষধের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে। ঔষধের বাজারে অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এসএমসি। এই এসএমসির খাবার স্যালাইনসহ অনেক গুণগতমান সম্পন্ন পণ্যের মতো উন্নত প্রযুক্তি দিয়ে তৈরী ‘স্মাইল বেবি ডায়পার’। এতে বাচ্চাদের জন্য নিঃসন্দেহে ভেজালমুক্ত ডায়পার ব্যবহারের সুযোগ হয়েছে। ব্যবসায়ী-ক্রেতা সবাই লাভবান হচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জীবন উপহার দিতে ভেজালের বিরুদ্ধে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সকল ঔষধ কোম্পানিকে নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

তিনি গতকাল রোববার দুপুরে সোস্যাল মার্কেটিং কোম্পানী এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ২০২১-২২ অর্থ বছরের শীতকালীন শীত ধামাকা অফারের র‌্যাফেল ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সিলেটের সেলস ম্যানেজার মোহাম্মদ বাহাউদ্দিন খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সিলেটের সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ মো. আবু নাসেরের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি মোবালাইজেশন প্রোগ্রামের সিলেট অঞ্চলের প্রোগ্রাম ব্যবস্থাপক ডা. মো. রুহুল আমিন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী ও মিরাপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মীর হোসেন। 
অনুষ্ঠানে কোম্পানীটির ‘স্মাইল বেবি ডায়পার’ বিক্রির উপর ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের চার জেলার ফার্মেসী এবং ডিপার্টমেন্টাল শপগুলোর মধ্যে পূর্বঘোষিত এই র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র’তে মেসার্স লোকনাথ স্টোর- রঙ্গিছড়া, কুলাউড়া-হিরো মটর সাইকেল, মেসার্স  জয়নাল হাজারি মেডিকেল হল- ঘাটুড়া, ব্রাহ্মণবাড়িয়া ফ্রিজ, পূণির্মা দত্ত  মির্জাপুর, শ্রীমঙ্গল কালার টেলিভিশনসহ আরও ১০ জন প্রেশার কুকার বিজয়ী হন। এসময় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সিলেটের সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ ধনঞ্জয় দাশসহ সকল কর্মকর্তা-কর্মচারি, সিলেট নগর ও শহরতলীর ফার্মেসী ও বিভিন্ন ডিপার্টমেন্টাল শপের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি