২৭ নং ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ-কে সংবর্ধনা

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

রয়েল ভিউ ডেস্ক :

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। আমিও এই সংগঠনের একজন কর্মী ছিলাম। ছাত্রলীগ করেই আমি আজকের এই অবস্থানে এসেছি। আমাদের সময়ে ঠিকসময়ে সম্মেলন হওয়ার কারণে ছাত্রলীগের পাঁচটি কমিটিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। এরপরই আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান এবং দীর্ঘ ২৮ বছর ধরে বৃহৎ এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। দ্বিতীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মহানগর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ-কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালের ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা মহানগর আওয়ামী লীগ-কে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিলেন, তোমাদেরকে দায়িত্ব দিয়েছি মানুষের পক্ষে কাজ করতে। মানুষ যেটা পছন্দ করে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং মহানগর আওয়ামী লীগ রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগ-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে ৯টি সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেক উপকমিটি তিনটি করে ওয়ার্ডে পৃথকভাবে কাজ করে যাচ্ছে। অতীতের চেয়ে বর্তমান মহানগর আওয়ামী লীগ শক্ত অবস্থানে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গঠনে মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

তিনি নবনির্বাচিত ছাত্রলীগের কমিটির উদ্দেশ্যে বলেন, নবনির্বাচিত ছাত্রলীগের নেতৃবৃন্দকে অভিভাবক সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ২৭ টি ওয়ার্ডের ছাত্রলীগকে সুসংগঠিত করতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে। সুষ্ঠু ও স্বচ্ছ ধারার রাজনীতির চর্চা করার মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। ছাত্রলীগের নেতৃবৃন্দকে তিনি বলেন, আমরা আমাদের সময়ে এসএসসি পরীক্ষার্থী ও একাদশ শ্রেনীতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের বলতাম ‘তোমরা বঙ্গবন্ধুকে ভালবাসো আমরা তোমাদেরকে ভালবাসবো’। এভাবেই তাদেরকে উজ্জীবিত করতাম। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বকে এ কাজটি নব উদ্যমে করার জন্য আহবান জানান। সৌরভ-নাঈম পরিষদকে তিনি আরও বলেন, তোমরা আদর্শের জন্য কাজ করো। মানুষের কল্যাণের জন্য করো। মাননীয় প্রধানমন্ত্রী যা চান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যা চান এবং আমরা মহানগর আওয়ামী লীগ যা চাই সেই অনুযায়ী কাজ করো। তোমাদেরকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হবে। তিনি ১৯৪৭ সাল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ ছাত্রলীগের অতীত ইতিহাস নেতৃবৃন্দের সম্মুখে তুলে ধরেন এবং ছাত্রলীগের ওপর রচিত কবিতার দুটি লাইন প্রকাশের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজম খান ( ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর), এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন(২৬ নং ওয়ার্ড কাউন্সিলর), জুমাদিন আহমেদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খাঁন, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ কবির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমেদ সহ প্রমুখ। বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগরের ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।