নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা : কাইয়ুম চৌধুরী

নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলের উপর দমন-নিপীড়নের স্ট্রিমরুলার চালাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে বন্দি রেখেছে। মানুষ একদিকে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেনা, অন্যদিকে প্রতিনিয়ত অসহনীয় ভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে মানুষ আজ দিশেহারা। সার্বিক দিক বিবেচনায় দেশ আজ চরম সংকটময় সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ১০ দফা দাবী বাস্তবায়ন করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস.এম তসলিম আহমদ নেহারের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা শাহ আলম স্বপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, ফখরুল ইসলাম পাপলু, রাজু চৌধুরী, আব্দুল কাদির জিলা, সাদিকুর রহমান টিপু, আসাদুর রহমান রুহেল, সুফিয়ান আহমেদ, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, তাজিবুর গনি, মুছা রাজা, রাসেদুল হাসান চৌধুরী, শাহিন আহমদ, সাইফুল ইসলাম খান, সামাদ আলী, রফি, সায়মন, রানা, শিপন,সাহিন রুহেল প্রমুখ।

এর আগে শুক্রবার বাদ জুম্মাহ নগরীর দরগাহ গেইট এলাকায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম রাজ্জাক রুমেল, আব্দুল মুনিম, সৈয়দ সরোয়ার রেজা, উসমান হারুন পনির প্রমূখ।-বিজ্ঞপ্তি