নবীগঞ্জ আইনগাঁও সড়কের  বেহাল অবস্থা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জের আইনগাঁও সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত প্রায় দুই বছর ধরে সংস্কার না হওয়ায় ৯ কিলোমিটারের এই সড়কটিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। 

শনিবার সরেজমিন দেখা যায়, নবীগঞ্জ আইনগাঁও সড়কের নাদামপুর, বাউশা, চৌধুরীবাজার এলাকাসহ অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দ। ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় যানবাহন। পথচারী এবং সাইকেল আরোহীরা প্রায়ই এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। 
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় গর্ত তৈরি হয়েছে। মাঝে মধ্যে ইটের টুকরো দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করা হলেও লাভ হয়নি। 
নাদামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়া বলেন, রাস্তা মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েক দিন আগে ইটের টুকরো ফেললেও তা উঠে আবার গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাইসাইকেল চালক তুহিন আলম রেজুয়ান বলেন,  কয়েক দিন আগে গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। একইভাবে নাদামপুর এলাকার রাস্তার অবস্থাও খারাপ। ওই এলাকা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।