নবীগঞ্জে উত্তরাধিকার সনদে  অনিয়মের ঘটনায় মামলা

নবীগঞ্জে উত্তরাধিকার সনদে  অনিয়মের ঘটনায় মামলা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন ও ২ নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য দেলোয়ার হোসেন দিলবারের দেয়া উত্তরাধিকার সনদপত্রে অনিয়মের ঘটনায় হবিগঞ্জের আদালত স্বপ্রণোদিত মামলা দায়ের করেছেন। গত রোববার নবীগঞ্জে চেয়ারম্যান ও মেম্বারের দেয়া উত্তরাধিকার সনদপত্রে অনিয়মের অভিযোগ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে আমলী আদালত ৫ নবীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত স্ব প্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। আদালত তদন্ত কর্মকর্তা নিয়োগপূর্বক সরেজমিনে তদন্ত করে আগামী ৯ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। একটি স্থানীয় পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যার মূল কপি মামলার সাথে সংযুক্ত করারও নির্দেশনা দেয়া হয়। মামলার আদেশে আদালত পত্রিকায় প্রকাশিত সংবাদটি বিশ্লেষণ করেন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বিতর্কিত বিষয়ে দুটি ওয়ারিশ সনদ ইস্যু করেন। সংবাদ মোতাবেক উভয় সনদ থেকে মৃত রইছ উদ্দিনের কন্যা বানেছা বেগমকে বাদ দেন এবং ২য় ইস্যুকৃত ওয়ারিশ সনদ থেকে মৃত্যু রইছ উদ্দিনের স্ত্রী নেহার বেগমকেও বাদ দিয়ে অন্য ওয়ারিশদের সাথে যোগসাজসে সনদ ইস্যু ও সৃজন করা হয়। ইতিমধ্যে ওয়ারিশরা সনদ ব্যবহার করে ভূমি নামজারী করে নিয়েছেন।