নবীগঞ্জে ডাকাত ও মাদক বিক্রেতাসহ আটক ৮

নবীগঞ্জে ডাকাত ও মাদক বিক্রেতাসহ আটক ৮

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে  শীর্ষ ৫ ডাকাতসহ ৮ আসামীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১ টায় বালিধারা বাজার এলাকার উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদি ও একটি পিকআপ গাড়িসহ ডাকাতদের আটক করা হয়।
ধৃতরা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার মোঃ নইমুল্লাহ হোসেনের পুত্র মোঃ মতিবুর রহমান (২৫), গোয়াইনঘাট উপজেলার জয়নাল আবেদীনের পুত্র মোঃ রিপন হোসেন (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল খালেকের পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।
জানা যায়, এ সময় আটককৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি ও পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ ডালিম আহমদের নির্দেশনায় ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ী (সিলেট মেট্রো-ন-১১-১৮১৩), ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।
এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মোঃ আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দারকান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুয়েল মিয়াসহ (৩০) মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ধৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ।