নবীগঞ্জে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে  জনসচেতনতামূলক কর্মশালা

নবীগঞ্জে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে  জনসচেতনতামূলক কর্মশালা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বন্যা, ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর আয়োজনে কর্মশালায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। 
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সচেতনতামূলক দিকনিদের্শনা দেয়া হয় এবং তা জনসম্মুখে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
ওয়ার্কশপ অর্গানাইজার মো. শরীফুল ইসলাম ও মো. মাহমুদুল আহসানের যৌথ পরিচালনায় আলোচনায় অংশ নেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক প্যানেল মেয়র-১ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, আশাহিদ আলী আশা, আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, মাওলানা আব্দুর নুর, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী প্রমুখ। 
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইব্রাহিম মিয়া।