নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

 নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

রযেল ভিউ ডেস্ক: দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি আমন্ত্রণ জানানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানাতে বিএনপি ও সমমনা নিবন্ধিত দলগুলোকেও এ সংলাপে ডাকা হবে। আগামী শনিবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে দুই ধাপে এ সংলাপ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার সংলাপ আয়োজনের এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। যদিও এ সভার আয়োজন নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ কমিশনারদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আগামী নির্বাচনের তফশিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় নিয়ে বুধবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচারসহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন বিভাগের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

এ বৈঠকে নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিন সকালে এ বৈঠকের পর বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে যাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফশিল ঘোষণার আগ মুহূর্তের আনুষ্ঠানিকতা হিসেবে এ সাক্ষাত করতে যাচ্ছে কমিশন।  

ইসি সূত্র জানায়, নভেম্বর মাসের প্রথমার্ধে তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফশিল ঘোষণার প্রস্তুতি শেষ করে আনছে কমিশন। এরই অংশ হিসেবে এসব বৈঠকের আয়োজন করছে ইসি।

সূত্র আরও জানায়, রাজনৈতিক দলের মতবিনিময় সভায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে মতবিনিময়ের জন্য ডাকা হবে। ওইদিন সকালে আওয়ামী লীগসহ ২২টি রাজনৈতিক দল এবং বিকালে বিএনপিসহ ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়। যদিও এর আগে কমিশনের সংলাপে অংশ নেয়নি বিএনপি ও সমমনা দলগুলো। 

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিপরীত মেরুতে রয়েছে। বিএনপি চাইছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। অন্যদিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ইস্যুতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগের কথা জানাল নির্বাচন কমিশন।

এর আগে গত বছরের জুলাইয়ে সংলাপ করেছিল ইসি। ওই সংলাপে বিএনপি ও আটটি বিরোধী দল ওই সংলাপে অংশ নেয়নি। তারা বলছে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়। তারা বর্তমান কমিশনের পুনর্গঠনেরও দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি।