ন্যাটোতে যোগ দিতে চুক্তি স্বাক্ষর করল ফিনল্যান্ড-সুইডেন

ন্যাটোতে যোগ দিতে চুক্তি স্বাক্ষর করল ফিনল্যান্ড-সুইডেন

রয়েল ভিউ ডেস্ক:
ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য একটি যোগদান চুক্তিতে (অ্যাকসেশন প্রটোকল) স্বাক্ষর করেছে, যা ১৯৯০-এর দশকের পর থেকে জোটের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ।

ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে জোটের প্রটোকলে স্বাক্ষর করেছে সুইডেন ও ফিনল্যান্ডও। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করল দেশগুলো।

তবে, চূড়ান্ত সদস্যপদ পেতে সব সদস্য রাষ্ট্রের পার্লামেন্টের অনুমোদন এখনও প্রয়োজন। এ প্রক্রিয়া শেষ হতে এক বছরের মত লেগে যাবে। খবর রয়টার্সের।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে একমাত্র আপত্তি ছিল তুরস্কের। আঙ্কারার অভিযোগ ছিল, নর্ডিক ওই দুই দেশ ‘সন্ত্রাসবাদকে মদদ’ দেয়।

গত সপ্তাহে মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেনের এ নিয়ে আলোচনা হয়। এরপর দেশ দুটি ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা গ্রহণের’ প্রতিশ্রুতি দিলে তুরস্ক আপত্তি তুলে নেয় এবং তিন দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষরের পর ফিনল্যান্ড ও সুইডেনের দুই পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। টেবিলের চারপাশে ৩২ দেশকে নিয়ে আমরা আগের থেকে আরও শক্তিশালী হবো।’