নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে -- মাওলানা শায়খ জিয়া উদ্দিন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে -- মাওলানা শায়খ জিয়া উদ্দিন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের কাউন্সিল আহবায়ক মাওলানা মুশাহিদ দয়ামিরির সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আব্দুল মালিক কাসেমী ও কাজী আমিন উদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। এ সময় তিনি বলেন, হিংসা বিদ্বেষ ছেড়ে এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে আল্লাহর জমিনে নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি ইসরাইলি হানাদর বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুসলিম উম্মাহকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের এই অস্থিরতা থেকে উত্তরণের উদ্যোগ সরকারকেই নিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরি, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মখতার হোসাইন, মাওলানা জামিন আহমদ, হাফিজ আব্দুস সালাম মাওলানা মঈন উদ্দিন প্রমুখ।
সভায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি মুজিবুর রহমান সভাপতি ও মাওলানা আব্দুল মালিক কাসেমী সিনিয়র সভাপতি এবং মাওলানা মুশতাক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক ও হাফিজ মাওলানা আলী আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা কাজী আমিনউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্যে জেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি