‘নির্বাচনী ইশতেহারে সংযোজিত  ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিন’

‘নির্বাচনী ইশতেহারে সংযোজিত  ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিন’

২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোষিত আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট নগরের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গনে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী সফলের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, বিগত জাতীয় নির্বাচনের পূর্বে বর্তমান ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইশতেহারে দেশের ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট যে ৭ দফা সংযুক্ত করেছিলেন তা সরকারের বর্তমান মেয়াদেই বাস্তবায়ন করতে হবে। বক্তারা আরো বলেন, কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হয় না। কিন্তু আমরা একাধিকবার গণআন্দোলন সহ বিভিন্ন আন্দোলন করেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। বক্তারা আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার সিলেট নগরের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি মন্ডলীর সদস্য ডিকন নিঝুম সাংমা, শ্রীমৎ সংঘানন্দ মহাথেরো, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রতন ঘোষ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল দত্ত, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বিনয় ভূষণ ধর, বাবুল দেব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জিডি রুমু, শ্যামল চৌধুরী, ফিলিপ সমাদ্দার, মিলন উরাও, রকি দেব, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দাস, যোগল কৃষ্ণ গোস্বামী, ভৈরব দেবনাথ, বিরেন্দ্র চন্দ্র মল্লিক, শ্যামল কপালী, সমিরণ দেবনাথ, অমর দত্ত, সঞ্জিব দত্ত, রনেন্দ্র মহাপাত্র, নিতিশ সূত্রধর প্রমুখ।-বিজ্ঞপ্তি