নুরুল হুদা ছিল ছাগল, এখনকার সিইসি পাঠা: মির্জা আব্বাস

নুরুল হুদা ছিল ছাগল, এখনকার সিইসি পাঠা: মির্জা আব্বাস

রয়েল ভিউ ডেস্ক:
নুরুল হুদাকে ছাগল আর এখানকার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে পাঠার সাথে তুলনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৮ জুলাই) সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ১৯ ও ২১ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রোববার নির্বাচনি সংলাপে বর্তমান নির্বাচন কমিশনারের তলোয়ার ও রাইফেল নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সামনে সময় আসছে অনুমতি নেব না আর, সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে। 

জ্বালানি তেলের লোকসান কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর ঘোষণার প্রেক্ষিতে মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ ও লোডশেডিং এর জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হউক আর না হউক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে। এই লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ডলার পাচার করে এখন ডলার সংকট।