পাকিস্তানে বন্যার্তদের নিয়ে চুপ বলিউড, ক্ষোভ অভিনেত্রীর

পাকিস্তানে বন্যার্তদের নিয়ে চুপ বলিউড, ক্ষোভ অভিনেত্রীর

রয়েল ভিউ ডেস্ক:
পাকিস্তানে প্রলয়ঙ্ককারী বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন লাখ লাখ মানুষ। বিপর্যস্ত পাকিস্তান বন্যার্তদের সহায়তায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। এমন পরিস্থিতিতে বলিউডের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত। পাকিস্তানে বলিউডের লাখ লাখ ভক্ত রয়েছে। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারতীয় তারকারা যে প্রতিবেশী দেশের বন্যার্তের পাশে দাঁড়াতে পারেননি, তাদের সমর্থনে কিছু করেননি তাই অবাক করেছে মেহউইশকে।

ইনস্টাগ্রামে সাংবাদিক হারুন রশিদের একটি পোস্ট শেয়ার করে নেন। সঙ্গে লেখেন, ‘বলিউড ইন্ডাস্ট্রির এই নীরবতা প্রমাণ করছে (তাদের) বধিরতা। ভোগান্তির কোনও জাতিগত পরিচয় নেই, সেটা ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে - এর চেয়ে ভালো সময় আর তাদের জন্য হতে পারে না, এটা প্রমাণ করার যে রাজনৈতিক মতবিরোধের উপরে ওঠে তারা সত্যি পাকিস্তানি ভক্তদের জন্য পরোয়া করেন তারা। আমরা খুব কষ্টে আছি, এবং তাদের দুটো-একটা সমর্থনসূচক শব্দ বোধহয় খুব বেশি চাওয়া নয়’। 

সাংবাদিক হারুন নিজের পোস্টে জানিয়েছিলেন, পাকিস্তানের ভয়াবহ বন্যা নিয়ে বলিউড তারকারা কোনো সচেতনতা পর্যন্ত  তৈরি করেননি, সমবেদনা পর্যন্ত জানাননি, যা খুব দুর্ভাগ্যজনক। 
আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের বন্যা নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা চালাচ্ছেন মেহউইশ। ‘অ্যাক্টর ইন ল’, ‘পাঞ্জাব নেহি জাউঙ্গি’, ‘লোড ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মেহউইশ হায়াত। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘দিল লাগি’।