পিছিয়ে পরা জনগোষ্ঠীর কল্যাণে  কাজ করছেন রোটারিয়ানরা ------ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান

পিছিয়ে পরা জনগোষ্ঠীর কল্যাণে  কাজ করছেন রোটারিয়ানরা ------ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান

রোটারি বর্ষ ২০২৩-২৪ উপলক্ষে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি ও রোটারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট এরিয়া রোটারি ক্লাবগুলোর যৌথ উদ্যোগে জেলা পরিষদের সম্মুখ থেকে শুরু হওয়া র‌্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রোটারি সমাবেশে মিলিত হয়।

র‌্যালি পরবর্তী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। একই উদ্দেশ্য নিয়ে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। আধুনিক ও মান সম্পন্ন জীবন যাপনের লক্ষ্যে রোটারিয়ানরা দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ, কুটির শিল্পোন্নয়নে অস্বচ্ছল পরিবারের সদস্যদের কর্মসংস্থানসহ পিছিয়ে পরা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছেন রোটারিয়ানরা। 

সমাবেশে রোটারিয়ান আব্দুর নুর রুহেলের সভাপতিত্বে এবং রোটারিয়ান এ কে এম শামছুল হক দিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী ও ইলেক্ট গভর্নর এ এইচ এম ফয়ছল। 

এসময় উপস্থিত ছিলেন এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, জোন কোর্ডিনেটর এ এইচ আর রাব্বানী, মোঃ কাওছার হোসেন শাহীন, মোঃ আমিনুল ইসলাম, এডিশনাল এডভাইজর টিটু ওসমানী, ফয়ছল করিম মুন্না, এডিশনাল এরিয়া ডিরেক্টর বদরুল আলম চৌধুরী, শাহেদ হোসেন, ডেপুটি গভর্নর সামছুল আলম রাকী, খলিলুর রহমান চৌধুরী, মাছুম চৌধুরী, নজির আহমদ আজাদ, আতিকুর রেজা চৌধুরী, সুয়েব মতিন, এসিস্ট্যান্ট গভর্নর জুমান তারেক, সাব্বির আহমদ, আহমদ কয়েছ, দেওয়ান তামিম, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, বিকাশ কান্তি দাস, শ্যামল দত্ত, আবুল হোসেন, সহ জোনাল সেক্রেটারিবৃন্দ এবং সকল ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছাড়াও রোটারিয়ানরা উপস্থিত ছিলেন। 

রোটারি সমাবেশ অনুষ্ঠানে রোটারি জোনের উদ্যোগে ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচি, রোটারি ক্লাব অব জালালাবাদের রক্তদান কর্মসূচি, রোটারি ক্লাব অব সিলেট নর্থের উদ্যোগে অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান ও রোটারি ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় বিভিন্ন ক্লাব ২০২৩-২৪ রোটারি বর্ষে সেবামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। এদিকে, শনিবার সকালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডিস্ট্রিক গভর্নরকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জোনের রোটরিয়ানবৃন্দ।-বিজ্ঞপ্তি