পঞ্চম ধাপে সিলেট বিভাগের ৭৫ ইউপিতে নির্বাচন কাল

পঞ্চম ধাপে সিলেট বিভাগের ৭৫ ইউপিতে নির্বাচন কাল

স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। পঞ্চম ধাপে সিলেট বিভাগের ৭৫টি ইউপিতে নির্বাচনকে ঘিরে বিরাজ করছে সাজ সাজ রব। 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আজ মঙ্গলবার নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আগামীকাল বুধবার সিলেট বিভাগের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউপি এবং কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপার, সাতবাক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এছাড়া, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর, বাহাড়া এবং শাল্লা ইউপি, জামালগঞ্জ উপজেলার বেহেলী, সাচনাবাজার, ভীমখালী ও ফেনারবাক ইউপি, ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি, সুখাইড় রাজাপুর, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ড উত্তর, বংশীকুন্ড দক্ষিণ, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা ও জয়শ্রী ইউপি, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনউষার, মুন্সিবাজার, শমশেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউপি। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউপি এবং  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা, চুনারুঘাট, উবাহাটা, সাটিয়াজুরী, রানীগাঁও ও মিরাশি ইউপি, মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী মোহাম্মদ, বহরা, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা এবং আদাঐর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
জকিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পঞ্চম ধাপে জকিগঞ্জে ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। ৯টি ইউপির মধ্যে ১১টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত  করা হয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। 

এদিকে, গতকাল সোমবার মধ্যে রাত থেকে প্রচার-প্রচারণা বন্ধ হলেও প্রার্থীরা নিরবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের নিরব প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ঘরানা, আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ অনান্য স্বতন্ত্র প্রার্থীদের ভোট নিয়ে চলছে কঠিন হিসেব নিকেষ। দলের একক প্রার্থী হয়েও স্বস্তিতে নেই প্রার্থী ও সমর্থকরা। ভোটের মাঠ দখলে কঠিন পরিস্থিতি টপকাতে হচ্ছে সকল প্রার্থীকেই। অনেক জায়গায় দলীয় নেতাকর্মীরা ভিতরে ভিতরে অন্য প্রার্থীকে সহযোগিতা করছেন এমন অভিযোগও রয়েছে। 
জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কোনভাবেই কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেয়া হবে না। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ব্যালট পেপার সকালে ভোট কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচনে সাধারণ মানুষের ভোটের প্রতিফলন ঘটবে বলে জানান তিনি। 
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটের দিন কেউ প্রভাব বিস্তার করতে পারবেন না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ করতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সুন্দরভাবে ভোট উৎসব শেষ করতে প্রার্থী, সমর্থক, সাংবাদিকসহ সকলের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।

কানাইঘাট, (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ৫ম ধাপে সিলেটের কানাইঘাট উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা গতকাল সোমবার রাত ৮টায় শেষ হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। ভোট গ্রহণ শুরুর ৩২ ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ করতে হবে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোন ধরণের প্রচারণা চালাতে পারবেন না। আজ মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। 
নির্বাচনী এলাকায় আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, ভোটের আগের দিন থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোর্ড এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরী সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে। 
এ ব্যাপারে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী জানান, কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনের দিন ৫ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবেন।    

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০১ জন, সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ৮২ টি ভোট কেন্দ্রের  ৩৫৪টি বুথে ১ লাখ ৬৮ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, আগামীকাল বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে।

স্থানীয় ইউপি নির্বাচনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতন্ত্র মার্কায় নির্বাচন করছেন। ১১ জন তাদের দলীয় পরিচয়ের আড়ালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এর মধ্যে দলের বর্তমান কমিটির পদবীধারীর চেয়ে সাবেক পদবীধারীদের সংখ্যা বেশী।

পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে দলকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত শনিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর্ধেন্দু কুমার দেব বেভুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেন।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা,  পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে জামালগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২৮২ জন সাধারণ এবং সংরক্ষিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২টি কেন্দ্রে ৮২ হাজার ২৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন ১২টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। 
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আবু নাসের জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জামালগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ফয়সল আহমদ জানান, ৭১৪ জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। 

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১০ ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। নবীন প্রবীনে হাড্ডাহাড্ডি লড়াই। ধর্মপাশা উপজেলা ৬টি ও মধ্যনগর উপজেলায় ৪টিসহ মোট ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।#