পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হিসেবে জামাল  উদ্দীনের যোগদান 

পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হিসেবে জামাল  উদ্দীনের যোগদান 

সিলেট নগরীর প্রাচীনতম বিদ্যাপীঠ পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গত ৩ সেপ্টেম্বর যোগদান করেছেন মুহাম্মদ জামাল উদ্দীন। তিনি ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেখার হাওর পাড়ের কপলা গ্রামের বাসিন্দা। তিনি ২০০৪ সালে নিজ এলাকায় অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরি জীবনের সূচনা করেন। ২০০৫ সালে সিলেট নগরীর ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ বালিকা উচ্চ  বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে তিনি স্বীয় যোগ্যতা ও দক্ষতার দ্বারা সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তিনি কৃতিত্বের সাথে প্রথম বিভাগ সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হন।  তিনি প্রথম শ্রেণি সহ তিনটি বিষয়ে মাস্টাসর্ (ইসলামিক স্টাডিজ,ইংরেজি এবং ইসলামিক হিস্ট্রি এ- কালচার)  ডিগ্রি অর্জন করেন। এছাড়া প্রথম শ্রেণিতে এম.এড ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেট ল' কলেজ থেকে কৃতিত্বের সাথে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন।  

উল্লেখ্য, মুহাম্মদ জামাল উদ্দিন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর অধীনে ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। নতুন শিক্ষাক্রমের জেলা পর্যায়ের একজন মাস্টার ট্রেইনার তিনি। নতুন কর্মস্থলে যাতে সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারেন-এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।-বিজ্ঞপ্তি