‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী

রয়েল ভিউ ডেস্ক :
বরের সন্ধানে খবরের কাগজে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী। সুমন মজুমদার নামের ওই লোকটি নিজেকে অধ্যাপক বলে পরিচয় দেন। ঘটনাটি ঘটেছে ভারতের মালদহ জেলায়। বছর তিনেক আগে তাদের সাথে যোগাযোগ করেন সুমন। বিয়ের প্রতিশ্রুতিও দেন। কিন্তু বিয়ের দিনই ঘটে দুর্ঘটনা। পাত্রীপক্ষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে বিয়ের দিনই চম্পট দেন বর।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) জেলার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার।

পাত্রী স্বাস্থ্য দফতরের কর্মী। তার বাড়ি আলিপুরদুয়ারে। তার দাবি, খবরের কাগজে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে বছর তিনেক আগে তাদের সাথে যোগাযোগ করেন সুমন মজুমদার নামে এক যুবক। তিনি নিজেকে রায়গঞ্জের একটি কলেজের অধ্যাপক বলে পরিচয় দেন।

পাত্রীর অভিযোগ, তিনি বার বার বিয়ের কথা বললেও এড়িয়ে যাচ্ছিল সুমন। অথচ বিয়ের কথা বলে সুমন তাদের থেকে বিভিন্ন সময়ে ৬ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ ওই তরুণীর।

তরুণীর চাপে শেষ পর্যন্ত বুধবার মালদহে বিয়ে করার আশ্বাস দেন সুমন। নির্দিষ্ট দিনে বাবাকে সাথে নিয়ে মালদহে যান ওই তরুণী। বিয়ের দিন সকালে এক বার ফোন ধরেন সুমন। তারপর থেকে তার মোবাইল সুইচড অফ। শেষ পর্যন্ত সুমনের ছবি নিয়ে সর্বমঙ্গলা পল্লিতে হাজির হন পাত্রী। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এরপর তারা ইংরেজ বাজার থানায় সুমনের ছবি দিয়ে অভিযোগ দায়ের করেন।