পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি বাতিল

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি বাতিল

রয়েল ভিউ ডেস্ক:
ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশের অন্যান্য জেলা শহরে বর্ণাঢ্য আয়োজন হলেও সিলেটে হচ্ছে না।

সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি বাতিল করা হয়েছে। থাকছে শুধু সংক্ষিপ্ত আলোচনা, উদ্বোধন পর্ব ও প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ বড় পর্দায় প্রদর্শন, দোয়া ও শিরনি বিতরণ। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, আওয়ামী লীগের মহানগর  সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশ গুপ্ত। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাও মতামত প্রকাশ করেন।