প্রকৃত মানুষ হয়ে দেশের  কল্যাণে কাজ করতে হবে ---------------ডক্টর মোঃ আতীউল্লাহ

প্রকৃত মানুষ হয়ে দেশের  কল্যাণে কাজ করতে হবে ---------------ডক্টর মোঃ আতীউল্লাহ


শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আতীউল্লাহ বলেছেন, সংবর্ধনা-সম্মাননা যেকোন মানুষকে উৎসাহ-অনুপ্রেরণা যোগায়। শিক্ষার্থীদের সংবর্ধনা থেকে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্ম আগামীতে গহড়া মৌজাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। সিলেটের গোয়াইনাঘাট উপজেলার সদর ইউনিয়নের গহড়ামৌজার কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।  

শনিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহড়া মৌজা জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম। মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমসি কলেজের জীববিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, প্রভাষক কামরুল আহমদ শেরবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ সুহেল আহমদ, কৃষি কর্মকর্তা আব্দুল মুতলিব, ওমর আলী, শামসুল হুদা, ফয়েজ আহমদ, ব্যবসায়ী কয়েস শাহরিয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি