প্রখ্যাত লেখক সংগঠক রাগিব হোসেন চৌধুরী ‘আহবাব স্বর্ণ পদকে’ ভূষিত

প্রখ্যাত লেখক সংগঠক রাগিব হোসেন চৌধুরী ‘আহবাব স্বর্ণ পদকে’ ভূষিত

প্রখ্যাত লেখক সংগঠক রাগিব হোসেন চৌধুরীকে কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৬ বর্ষের বার্ষিক সাধারণ সভায় তার হাতে স্বর্ণপদক তুলে দেন দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কেমুসাস-এর সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

সাহিত্য সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাহিত্য সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বর্ণপদক গ্রহণ করে অনুভূতি ব্যক্তকালে লেখক সংগঠক রাগিব হোসেন চৌধুরী বলেন, দেওয়ান আহবাব স্বর্ণপদক অর্জন, আমার জন্যে সৌভাগ্য বলে আমি বিবেচনা করি। দেওয়ান আহবাব দুহাতে লিখেছেন, তিনি ছিলেন অনলবর্ষী বক্তা; তাকে ইসমাইল হোসেন সিরাজির সাথে তুলনা করা যায়। দেওয়ান আহবাব চর্চার মাধ্যমে তার চিন্তা চেতনা, কর্ম আমাদের সমাজে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে বিস্তার লাভ করে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে সহায়ক হবে।
দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, দেওয়ান আহবাব চৌধুরীর পৌত্র, যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশ সলিসিটর সোসাইটির প্রেসিডেন্ট দেওয়ান চৌধুরী মাহদি।
স্বর্ণপদক হস্তান্তরকালে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য কেমুসাস’র সহসভাপতি অধ্যক্ষ কালাম আজাদ, সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, পুরস্কার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।-বিজ্ঞপ্তি