প্রচন্ড গমর উপেক্ষা করে চলছে  কাউন্সিলরদের-প্রচারণা অব্যাহত

প্রচন্ড গমর উপেক্ষা করে চলছে  কাউন্সিলরদের-প্রচারণা অব্যাহত

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচন্ড গমর উপেক্ষা করে চলছে প্রচার প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। যেন তাদের দম ফেলার ফুসরত নেই। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের তৎপরতা নি¤œরূপ। 
আব্দুল করিম কিম : ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পরিবেশ ও নাগরিক সংগঠক আবদুল করিম চৌধুরী কিমকে রেডিও প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, কিম হচ্ছেন আমাদের নাগরিক সমাজের একজন প্রতিনিধি। তিনি ভোটে নির্বাচিত হলে আরও নাগরিক প্রতিনিধিদের নির্বাচনে আসার পথ খুলবে।

গত রোববার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল করিম চৌধুরী কিম এর নগরীর হাউজিং এস্টেটস্থ প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর প্রার্থী আবদুল করিম চৌধুরী কিমের মা সালেহা খাতুন চৌধুরী। কিমের ছেলে আমানুল আরদ চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহসভাপতি ড. নাজিয়া চৌধুরী ও ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. সাঈদ মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের যুগ্ম সম্পাদক আব্দুল হাই আল হাদী।
রকিবুল ইসলাম ঝলক : ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিল রকিবুল ইসলাম ঝলক তার ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। শুক্রবার দুপুরে লালাদিঘিরপার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলাম ঝলক সমর্থকদের সাথে নিয়ে লালাদিঘির পার, কুয়ারপার, বিলপার, লামাবাজার, রিকাবী বাজার, ভাতালিয়া, কাজলশাহ, মেডিকেলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। 
আশরাফ খান : ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আশরাফ খানের মতবিনিময় সভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গত শুক্রবার বাদ আছর নগরীর চারাদিঘিরপারে তার নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকার মুরব্বি হাজী সিদ্দিক আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আয়াতুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শাহদাত হোসেন সরকার, হারুন আহমদ, সাহেদ আহমদ, আমিরুল ইসলাম খান, সিদ্দিক আহমদ, বাচ্চু আহমদ, আব্দুল বশর, যুব সমাজের মধ্যে আনার মিয়া, শহীদ আহমদ, ফয়ছল আহমদ, আব্দুন নূর, রফিক আহমদ, আসআদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মিলাদ আহমদ, আল আমিন খান, ঈসা খান, রুমান খান, সালমান আহমদ প্রমুখ। 
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শামীম আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন মজলিস আমিন চারাদিঘির পার জামে মসজিদের ইমাম মাওলানা আসআদ উদ্দিন দরবস্তী। এর আগে দুপুরে চারাদিঘিরপার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে কাউন্সিলর প্রার্থী আশরাফ খান সমর্থকদের সাথে নিয়ে ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে ঠেলাগাড়ি মার্কায় ভোট চান। 
শ্যামলী সরকার: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার তাকে মোবাইল ফোন প্রতীকে ভোট দেবার আহবান জানিয়ে জনসংযোগ অব্যাহত রেখেছেন। সোমবার সকাল থেকে মদিনা মার্কেট, বাগবাড়ি, কালি বাড়ি, পাঠানটুলাসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন শ্যামলী সরকার।
জনসংযোগকালে তিনি ২১ জুন বুধবার মোবাইল ফোন প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সমাজসেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল কুমার ঘোষ, বাপন চৌধুরী, বিকাশ দাস, উৎস, অরিত্র, উচ্ছ্বাস ঘোষ প্রমুখ।