পুরাতন কাপড় আমদানিতে আগ্রহীদের  ২৭ জুনের মধ্যে আবেদনের আহবান

পুরাতন কাপড় আমদানিতে আগ্রহীদের  ২৭ জুনের মধ্যে আবেদনের আহবান

২০২২-২০২৩ অর্থবছরে পুরাতন কাপড় আমদানির জন্য আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক এর দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আগ্রহী আমদানিকারকরা আগামী ২৭ জুন এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। 

আবেদন ফরমের সাথে ২০২২-২৩ অর্থবছরের নবায়নকৃত আমদানি নিবন্ধনের কপি, ট্রেড লাইসেন্স এর কপি, আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র/আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, আমদানি নিবন্ধন সনদপত্রে উল্লেখিত ব্যাংকের প্রত্যয়নপত্র, চেম্বার অব কমার্স বা সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের সদস্য সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদনকারীর ৫টি নমুনা স্বাক্ষর (মনোনীত ব্যাংকের ম্যানেজার/ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নামের সীলসহ সত্যায়িত), অনলাইন লাইসেন্স মডিউল (ওএলএম) এর মাধ্যমে জমাকৃত ফি ১ হাজার টাকা ও ভ্যাট বাবদ ১৫০ টাকার অনলাইন চালানের কপি দাখিল করতে হবে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমদানি-রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর সিলেট অফিস-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি