প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে : উপপরিচালক নিবাস রঞ্জন দাশ

প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে : উপপরিচালক নিবাস রঞ্জন দাশ

সিলেট বধির সংঘের আলোচনা সভা

ডাক ডেস্ক : সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে। তিনি বলেন বাক শ্রবণ প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা কারো জন্য বোঝা হয়ে উঠবে না। তাদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে । তিনি সিলেট বধির সংঘের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গত শুক্রবার নগরীর স্টেশন রোডে সিলেট বধির সংঘের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

সিলেট বধির সংঘের সভাপতি সাংবাদিক এম আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আহমদের সঞ্চালনায় সভায় ইশারা ভাষার বক্তব্য রাখেন- সহ সভাপতি শিহাব উদ্দিন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ  দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাহাব উদ্দিন, পাঠাগার সম্পাদক মঈন উদ্দিন লিটন, নির্বাহী সদস্য মো. সায়মন, সাদ উদ্দিন, নাহিদ উদ্দিন, নূরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ জাকির আহমদ।