৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে অপশক্তির বিরুদ্ধে স্বোচ্চার হতে আহবান জানিয়ে বলেন, দলকে সুসংগঠিত করতে ওয়ার্ড সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো ও গ্রহণযোগ্য লোক দিয়ে কমিটি গঠন করতে হবে। অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

গতকাল রোববার রাতে নগরীর ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক  সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজলশাহস্থ পুকুরপাড়ে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আরিফ আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়েব বাসিতের পরিচালনায় সম্মেলনে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, মহানগর আওয়ামী লীগের ৯টি সাংগঠনিক উপকমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় সম্মেলন বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের সুন্দর সম্মেলন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান। 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জগদীশ চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, মুক্তার খান, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুন নেছা হেনা, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, ইলিয়াস আহমেদ জুয়েল।
উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইসমাইল মাহমুদ সুজন, আব্দুল মুফতি খাবির, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, সালাউদ্দিন বক্স সালাই, মাহবুব খান মাসুম, মঈনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, সাজোয়ান আহমদ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সভাপতি হিসাবে আব্দুর রব হাজারি এবং সাধারণ সম্পাদক হিসাবে সোয়েব বাসিতকে নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি